নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের অভিযোগে সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,“গুম ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হওয়া একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জাতি গর্বিত থাকতে চায়।” তিনি আরও বলেন,“দুঃখজনক হলেও সত্য, কিছু সেনা কর্মকর্তা দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে অন্ধভাবে সহযোগিতা করেছেন। এর ফলে দেশে গুম ও খুনের এক আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছিল, যা কোনো জাতির জন্যই কাম্য নয়।” পরওয়ার বলেন,“সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় সমগ্র বাহিনীর ওপর...