আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১২ অক্টোবর, ২০২৫, ১৬:০৫:২৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। রোববার সকালে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুর রাজ্জাক হাজারী, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোশাররফ হোসেন,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) নাজমুল হক, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ক্যাম্পেইনে মোট ৫৪ হাজার ৩৯০ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলভিত্তিক টিকাদান হবে...