আফগানিস্তান জানিয়েছে, সীমান্তে রাতে পরিচালিত অভিযানে ৫৮ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। আফগান সরকার এই পদক্ষেপকে পাকিস্তানের “বারবার সীমান্ত ও আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়া” হিসেবে উল্লেখ করেছে। সপ্তাহের শুরুতে আফগান কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছিল, পাকিস্তান কাবুলের রাজধানী ও দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। পাকিস্তান এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে। এছাড়া ৫৮ জন সৈন্য নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তিনি বলেন, “আফগান সীমান্তের সব এলাকা এখন নিয়ন্ত্রণে আছে এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা হয়েছে।” পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত হতাহতের তথ্য নিশ্চিত হয়নি। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে তাদের বাহিনী সফলভাবে “প্রতিশোধমূলক অভিযান” চালিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, “যদি আবার কেউ আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আমাদের...