রিয়াল মাদ্রিদে কঠিন সময় পার করছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এবার আরও এক নতুন ধাক্কায় আলোচনায় এলেন তিনি।স্প্যানিশ জায়ান্টদের ২০২৬ সালের অফিসিয়াল ক্লাব ক্যালেন্ডারে জায়গা পাননি এই তারকা ফুটবলার। এক বছর আগেও যেখানে তিনি ছিলেন ক্লাবের নিয়মিত মুখ, এবার পুরো ক্যালেন্ডারে তার কোনো উপস্থিতিই নেই। রিয়ালের নতুন প্রকাশিত ক্যালেন্ডারে জায়গা পেয়েছেন তরুণ তারকা আর্দা গুলের, ডিন হাউসেন, অভিজ্ঞ দানি কারভাহাল ও এদার মিলিতাও। কিন্তু বেলিংহ্যামের অনুপস্থিতি ফুটবল দুনিয়ায় নানা জল্পনা ছড়িয়েছে। কারণ এই ক্যালেন্ডার শুধু মাত্র প্রচারের জন্য নয়, বরং ক্লাবের পরিকল্পনা ও খেলোয়াড়দের মর্যাদার প্রতিফলন হিসেবেও দেখা হয়। ২২ বছর বয়সী বেলিংহ্যাম মৌসুমের শুরু থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন। কাঁধের অস্ত্রোপচারের পর দলে ফিরলেও এখনো ছন্দে ফিরতে পারেননি। সেপ্টেম্বরের পর থেকে রিয়ালের শেষ তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে ছিলেন শুরুর...