দারুণ এক কীর্তি গড়লেন বাবর আজম। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টেই এই নজির গড়েন পাকিস্তান অধিনায়ক। বাবরের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ইনসাইড এজে থার্ডম্যন বাউন্ডারি বল বাউন্ডারিতে পৌঁছাতেই পূর্ণ হলো সেই স্বপ্ন—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের ক্লাবে নাম লেখালেন বাবর আজম। এ নিয়ে সব দল মিলিয়ে সপ্তম ব্যাটার এই কীর্তি ছুঁলেন, তবে এশিয়া থেকে বাবর আজমই প্রথম। ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা যথাক্রমে ২,৬১৭ এবং ২,৭১৬ রান নিয়ে থেমেছিলেন। তবে তাদের তুলনায় এগিয়ে আছেন ভারতের বর্তমান অধিনায়ক শুবমান গিল- যিনি ২৮১৬ রান করেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২০১৯ সালে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রেই দুর্দান্ত ছিলেন বাবর...