রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে আঁতাত করেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার জ্বালানি স্থাপনায় দূরপাল্লার হামলা সফলভাবে চালাতে কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন। দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে রুশ ফ্রন্টলাইন থেকে অনেক দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইউক্রেন। এসবের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ তেল শোধনাগারসহ জ্বালানি অবকাঠামো। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরির দাবি করেছে ফিন্যান্সিয়াল টাইমস। এ প্রতিবেদনের সত্যতা জানতে হোয়াইট হাউজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সবাই। এছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও ওই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক...