১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম ৫০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। দেশের ধর্মীয় পবিত্রতা রক্ষা ও তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে দূরে রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটি। নতুন এই নীতিমালা সৌদি সরকারের জনস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ। এর মাধ্যমে ধূমপানের ক্ষতিকর প্রভাব কমানো, সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নগর এলাকায় ব্যবসায়িক পরিবেশকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে। সিগারেট, সীসা ও ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকানগুলোকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। প্রতিটি দোকানকে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌরসভা লাইসেন্স নিতে হবে। নিয়ম অনুযায়ী, তামাক বিক্রির দোকানগুলোকে বাণিজ্যিক ভবনের ভেতরে কমপক্ষে ৩৬ বর্গমিটার জায়গা দখল করে থাকতে হবে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ চাইলে অতিরিক্ত...