খরচের অদৃশ্য শক্তিকে অর্থনীতিতে ফিরিয়ে আনছে নতুন উদ্ভাবন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নোয়াখালী:ত্যপ্রয়োজনীয় খাবার, পরিবহণ, চিকিৎসা বা বাজারের খরচেও লুকিয়ে থাকে অর্থনীতির অদৃশ্য শক্তি। নোয়াখালীর তরুণ উদ্ভাবক ও গবেষক মুহাম্মদ মেহেদী হাসান ফরাজী সেটিকে কাজে লাগানোর জন্য উদ্ভাবন করেছেন ডেইলি সেভিংস ডেইলি সার্ভিস সিস্টেম (DSDSS)।এই সিস্টেমে মানুষের প্রতিদিনের ব্যয়কে “অদৃশ্য পুঁজি”(Invisible Capital Economy) হিসেবে গণ্য করা হয় এবং তা অর্থনীতিতে পুনঃপ্রবাহিত হয়। উদ্ভাবক বলেন:“প্রতিদিনের ব্যয় কেবল খরচ নয়, এটি একটি অদৃশ্য বিনিয়োগ যা রাজস্ব ও সহযোগিতায় রূপ নিতে পারে।”সিস্টেমের মাধ্যমে—🔹 ব্যবসায়ীরা পাবেন “দৈনন্দিন রাজস্ব শেয়ার”🔹 ক্রেতারা পাবেন “ডেইলি ক্যাশ বেনিফিট”🔹 সরকার পাবে নতুন রাজস্ব উৎসঅর্থনীতিবিদদের মতে, এটি শুধু লেনদেন নয়, সামাজিক প্রভাবও তৈরি করবে, যেখানে প্রতিটি খরচই হবে সহযোগিতা।প্রকল্পটি ইতিমধ্যে আইসিটি ইনোভেশন প্রকল্প...