অভিনয়ে তার সাফল্যের শুরুটা হয়েছিল টিভি নাটক দিয়ে, যার মধ্যে “দুষ্টু ছেলের দল” ও “মানুষ হতে সাবধান” বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'-এ তার চরিত্রটি তাকে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। নাটকের পাশাপাশি তিনি বোম্বে সুইটস, প্রাণ মি. নুডলস এবং সেফলি টি-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। জন্মদিন উপলক্ষ্যে নাদিয়া আফরিন মিম আজ এক বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন : "আমার কাছে প্রতিটি জন্মদিনই এক নতুন অধ্যায়, নতুন করে প্রতিজ্ঞা করার দিন। অতীতের অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে আমি আরও পরিণত হতে চাই। আজ সকালে সবার এত ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। ব্যক্তিগতভাবে আমার প্রিয় শখ—বই পড়া ও ভ্রমণ, তাই আজ আমি এই বিশেষ দিনে নিজের সঙ্গে এবং একান্ত কাছের মানুষদের সঙ্গে...