ইসলাম ধর্মে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহকে পবিত্র ও বরকতময় আমল হিসেবে গণ্য করা হয়, যা মানুষকে শালীন ও পরিপূর্ণ জীবনযাপনের পথে পরিচালিত করে। এ বিষয়ে নবী করিম (সা.) যুবসমাজকে সামর্থ্য থাকলে অবিলম্বে বিবাহের তাগিদ দিয়েছেন, কারণ এটি চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর সামর্থ্য না থাকলে রোজা পালনের পরামর্শ দিয়েছেন যা যৌবনের খায়েশ প্রশমিত করে (বোখারি: ৫০৬৫, মুসলিম: ১৪০০)। ইসলামে বিবাহের জন্য কোনো নির্দিষ্ট দিন, তারিখ বা মাস নির্ধারিত না থাকলেও, নবীজি (সা.) সামর্থ্য হলে দেরি না করে দ্রুত বিবাহ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন এবং বিবাহের পূর্বে পাত্রী দেখা এবং তার সম্পর্কে খোঁজ নেওয়াকে সুন্নাত বলেছেন (আবু দাউদ: ২০৮২)। কারণ পাত্রীকে দেখে নিলে দাম্পত্য জীবনে ভালোবাসা গভীর হয় (তিরমিজি: ১০৮৭)। তবে ফকিহগণের মতে, গোপনে দেখা উত্তম এবং...