বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ গ্রহণ করে না।’ তাঁর দাবি, নির্বাচনকে বিলম্বিত করতেই ‘পিআর পদ্ধতি’র নামে নতুন এক আন্দোলন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। মির্জা ফখরুল বলেন, “পিআর পদ্ধতি কোনো সংস্কার কমিশনের প্রস্তাব নয়, এটি এসেছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু জনগণ এই পদ্ধতি চায় না—তারা চায় সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে।” তিনি আরও বলেন, “বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। এখন কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল।” সামনের নির্বাচন...