বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের চাহিদা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রী মা হওয়ার পর অভিনয় নিয়ে বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন, যার অন্যতম হচ্ছে— ৮ ঘণ্টার শিফট। এর বেশি তিনি করতে পারবেন না। এ নিয়েই নায়িকার ঝামেলা বাঁধে দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কল্কি নির্মাতাদের সঙ্গে। শুরুতে স্পিরিট ও কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়াল থেকে ‘বাদ পড়েন’ অভিনেত্রী। এ নিয়ে অনেকের চোখে দীপিকার দাবি ন্যায়সঙ্গত, আবার অনেকে চোখে এটিকে ‘বাড়াবাড়ি’ বলেও জানান। কাজ হারানোর পর থেকেই একশ্রেণির মানুষ তাকে 'অপেশাদার' তকমা দিয়ে কটাক্ষ করে চলেছেন। কিন্তু এ নিয়ে এতদিন নীরব ছিলেন অভিনেত্রী। মুখ বন্ধ করে লড়াই করতে পছন্দ করেন তিনি। তবে এবার আর চুপ থাকেননি 'পদ্মাবত'খ্যাত দীপিকা পাড়ুকোন। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির 'দ্বিচারিতা' নিয়ে কথা বলেন অভিনেত্রী।আরও পড়ুনআরও পড়ুনঐশ্বরিয়ার...