পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর, ২০২৫ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আলোচ্য হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ৪ টাকা ১১ পয়সা, ২০২২ সাল লোকশান ছিল (১.৫৪) টাকা, ২০২১ সালে ছিল ৫ টাকা ৭৯ পয়সা ও ২০২০ সালে লোকশান ছিল (.৮৯) পয়সা। কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৫৬ টাকা ৯৯ পয়সা...