রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ঐকমত্য কমিশনের নয়। দাবিটি কয়েকটি রাজনৈতিক দলের। বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে সংস্কার বিরোধী ট্যাগ ও নানা অপপ্রচারে একটি মহল লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনে কঠিন পরীক্ষা। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই বেছে নেবে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার...