ঢাকা: গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে আগামীকাল সোমবার মিশরে একটি শীর্ষ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। মিশরের প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনে একযোগে সভাপতিত্ব করবেন।শার্ম আল-শেখে ২০টির বেশি দেশের শীর্ষ নেতা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধে অবসান আনা, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা গড়ে তোলা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগের সূচনা করা। খবর আরব নিউজ।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বেশ কিছু প্রভাবশালী নেতা সম্মেলনে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন।তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শার্ম আল-শেখে উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। অপরদিকে, হামাস এই সম্মেলনে অংশগ্রহণ না...