ভারতের কাছে দ্বিতীয় টেস্টেও ইনিংস হারের মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা বিশাল রানের জবাব তাদের কাছে নেই। এই সুযোগে ভারত তাদের ফলোঅন করিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলোঅন ক্যারিবিয়ানদের এখনো ২১১ রান প্রয়োজন। প্রথম টেস্টেও তারা ইনিংস ও ১৪০ রানে হেরেছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫ উইকেটে ৫১৮ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুবমান গিল সেঞ্চুরি হাঁকান। তার জবাবে ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ২৪৮ রানে অল-আউট হয়ে যায়। আশ্চরযএর বিষয় হলো, রোস্টন চেজের দলের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান করেন আলিক আথানেজ। এছাড়া তেজনারাইন চন্দরপল ৩৪ আর শেই হোপ ৩৬ রান করেন। ভারতের হয়ে বল হাতে ঘূর্ণিঝড় তুলেছিলেন কুলদীপ...