বেশ কয়েকদিন ধরেই সাবেক স্ত্রীর অভিযোগে সংসার ও ব্যক্তিজীবন নিয়ে বেশ ঝামেলায় রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। এবার ব্যক্তিত্ব রক্ষার অধিকারের দাবিতে দিল্লি হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। হাইকোর্টে স্বত্বাধিকার আইনের অন্তর্গত তার কুমার শানুর এই আবেদনের শুনানি হবে সোমবার (১৩ অক্টোবর), বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে। কুমার শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু নামে বেশি পরিচিত এই গায়ক আদালতের কাছে তাঁর প্রচারের অধিকার কায়েম রাখার আর্জি জানিয়েছেন। শানু তার নাম, কণ্ঠস্বর, গায়কী এবং গানের কৌশল ইত্যাদির মর্যাদা রক্ষার আবেদন করেন আদালতে। যা স্বত্বাধিকার আইনের অধীনে ব্যক্তিত্ব বা প্রচার অধিকার বিধির মধ্যে পড়ে। তার আবেদনে শানু...