সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য গত ১০ অক্টোবর রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এ ঘটনার একদিন না যেতেই শনিবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ করে আফগান বাহিনী। পাক সেনাদের পাল্টা আক্রমণে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা চলে রাতভর। আফগান কর্মকর্তাদের দাবি, হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে, পাকিস্তান এখনও আফগান সরকারের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে, ৫৮ জন সৈন্য হত্যা করেছে এবং ৩০ জন আহত হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের সমস্ত সরকারি সীমান্ত এবং কার্যত রেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে...