ঢাকা: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স-এ দেওয়া এক পোস্টে নির্দেশ দিয়েছেন, গাজায় থাকা হামাসের টানেলগুলো ধ্বংসের প্রস্তুতি নিতে। তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসরায়েলি বদ্ধরাষ্ট্রের (জিম্মি) নাগরিকদের মুক্তির পর গাজার সব হামাস সন্ত্রাসী টানেল ধ্বংস করা।কাৎজ আরও জানিয়েছেন, এই কাজটি আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে এবং এতে সরাসরি অংশগ্রহণ করবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।কাৎজ জানান, তিনি ইতোমধ্যেই আইডিএফকে এই অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।এদিকে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে।যুদ্ধ থেমে যাওয়ায়...