অবশেষে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করতে শুরু করেছে ইসরায়েল। তবে এখনো অবরুদ্ধ এই উপত্যকার ২০ শতাংশেরও বেশি এলাকা দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কয়েক বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে; খাবার, পানি ও চিকিৎসা সেবার তীব্র অভাব দেখা দিয়েছে এবং মাথা গোঁজার ঠাঁই নেই বহু মানুষের। উপত্যকায় মানবিক বিপর্যয়গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পর থেকে সেখানকার পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে। কার্যত গোটা উপত্যকা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবুও সেই ভাঙা ঘরে ফিরতে পেরে আনন্দিত গাজাবাসী। তবে নিজ শহরে ফিরতে পারলেও গাজার প্রায় প্রতিটি মানুষ ভুগছে নানা সংকটে। খাবার ও পানির অভাবের পাশাপাশি উপত্যকার ৯৫ শতাংশ মানুষের জরুরি চিকিৎসা সেবা দরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজার প্রায় শতভাগ মানুষের মৌলিক চাহিদা পূরণের...