
‘আমি ইসরায়েলকে ভয় পাই না, ভয় পাই বিশ্বের মানবতাহীনতাকে’— কথাটি গ্রেটা থুনবার্গের। সুইডেনের সেই সাহসী তরুণী, যার আহ্বানে তামাম বিশ্বের মানবতাবাদী মানুষ নৌবহর নিয়ে গাজায় গেছেন।আটক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় কসাই নেতানিয়াহু বাহিনীর হাতে, হয়েছেন নির্যাতিত। তারপরও প্রতিবাদ করেছেন গাজায় ইসরায়েলের অন্যায় অবরোধ, গণহত্যা, নিরস্ত্র-নিরীহ ফিলিস্তিনবাসীকে বাস্তচ্যুত করার। বাইশ বছরের এই মেয়েটি ছোটবেলা থেকে আন্দোলন করছেন পরিবেশ নিয়ে। এখন গাজায় ইসরায়েলের বর্বরতা দেখে তার হৃদয় কাঁদছে। তাই নিজ দেশে বসে না, অত্যাচারিতদের কাছে গিয়ে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অত্যাচারিতদের দিয়েছেন সাহস। যা কিছু করেছেন গ্রেটা, তা তার মানবিক চরিত্রের বহিঃপ্রকাশ। কোনো পুরস্কার বা প্রতিদানের জন্যে তিনি লালায়িত নন, যার প্রমাণ তিনি দিয়েছেন। অন্যদিকে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারের জন্যে ইসরায়েল-হামাস শান্তি প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ শান্তি প্রস্তাবে...