তেলাপোকা ও ছারপোকা ঘরে থাকা খুবই ক্ষতিকর। তবে নিচের সহজ টিপসগুলো অনুসরণ করলে ঘর পুরোপুরি পোকামুক্ত রাখা সম্ভব। এতে ৪ চা চামচ ডেটল বা সেভলন ভালোভাবে মিশিয়ে নিন। (পানির পরিমাণ বাড়ালে ডেটলও সামঞ্জস্যমতো বাড়াতে হবে) বোতলে স্প্রের মুখ লাগিয়ে ঘরের যেখানে তেলাপোকা বা ছারপোকা ঘুরে বেড়াচ্ছে, সেখানে স্প্রে করুন। সপ্তাহব্যাপী নিয়মিত স্প্রে করলে ঘর পুরোপুরি পোকামুক্ত থাকবে। শশা কেটে ব্লেন্ডারে পেস্ট তৈরি করুন। (প্রতি শশার জন্য ৩ টেবিল চামচ পানি ব্যবহার করুন) যদি ব্লেন্ডার না থাকে, তাহলে শশা খুবই মিহি কেটে পেস্ট করুন। একটি ব্রাশ ব্যবহার...