আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার অভিযোগে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে শনিবার রাতভর তীব্র সংঘর্ষের ঘটনায় পাকিস্তান আফগানিস্তানের সাথে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সীমান্তে উস্কানিমূলক ঘটনার নিন্দা জানিয়ে কঠোরভাবে সতর্ক করা হলে এই পদক্ষেপ নেওয়া হয়। রোববার (১২ অক্টোবর) তার্কিশ সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষার সাথে কোন আপস করা হবে না। প্রতিটি উস্কানির বিরুদ্ধে একটি শক্তিশালী এবং কার্যকর জবাব দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন তালেবান প্রশাসন আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে “সন্ত্রাসী কার্যকলাপে” অনুমতি দেওয়ার অভিযোগ করেছেন। ইসলামাবাদের মতে, শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানি সীমান্ত চৌকিতে গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। তালেবান বলেছে, কাবুলে সপ্তাহের শুরুতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নেতাকে লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ...