কার কত রান তালিকায় চোখ রাখলেই বোঝা যায়, সর্বোচ্চ রান কার। আরেকটু তলিয়ে দেখলে পাওয়া যায় ব্যাটিংয়ে নেমে ইনিংসপ্রতি গড়ে কে এগিয়ে। আবার দলের সংগ্রহ আর ব্যাটসম্যানদের রান দেখলে হিসাব করা যায় দলের জন্য কার কতটুকু অবদান। তবে এসব মানদণ্ডে একজন ব্যাটসম্যানের একেকটি দিক সম্পর্ক ধারণা পাওয়া যায়। কেউ রানে এগিয়ে, কেউ আবার গড়ে। কিন্তু মোটের ওপর সবার ওপরে কে? ব্যাটিংয়ের নানা দিকের তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে সেটিই বের করার চেষ্টা করেছেন ইএসপিএনক্রিকইফোর লেখক অনন্ত নারায়ন। টেস্ট খেলুড়ে শীর্ষ ১০টি দেশের শীর্ষ ব্যাটসম্যানদের একটি তালিকা তৈরি করেছেন তিনি, যেখানে আছে বাংলাদেশের শীর্ষ তিনের তথ্যও। শীর্ষ ব্যাটসম্যান খুঁজে বের করতে চারটি মৌলিক পরিমাপক বিবেচনায় নেওয়া হয়েছে। পরিমাপকগুলো হচ্ছে মোট রান, ব্যাটিং গড়, টেস্ট গড় এবং দলের রানে অবদানের হার। প্রতিটি ব্যাটসম্যানের জন্য...