ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপ সরানো, রাস্তাঘাট পরিষ্কার ও জরুরি সহায়তা পৌঁছানোর কাজ চলছে সীমিত আকারে। এদিকে, যুদ্ধবিরতি চুক্তি আরও মজবুত করতে মিশরের পর্যটননগর শার্ম আল-শেখে একটি গাজা যুদ্ধবিরতি সম্মেলনের প্রস্তুতি চলছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উপস্থিত থাকার কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ইতোমধ্যে দুইটি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের স্থানান্তর শুরু করেছে। এই বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় আটক **ইসরায়েলি বন্দিদেরও মুক্তি দেওয়া হবে**—এমনটাই রয়েছে চুক্তির শর্তে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৭,৬৮২ জন ফিলিস্তিনি নিহত ও ১,৭০,০৩৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন...