ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। তার ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।রেকর্ড গড়া পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে বিশাল লিড এনে দেন এই বাঁহাতি স্পিনার, এরপর ফলো-অন দিতে বাধ্য হয় সফরকারীরা। দিনের শুরুতে ৬.৩ ওভার অপেক্ষার পরই দলকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ। ৫৭ বলে ৩৬ রান করা শাই হোপকে ফিরিয়ে দেন তিনি। এক ওভার পরই ফেরান নাইটওয়াচম্যান টেভিন ইমলাককে। এরপর জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে সকালে তৃতীয় শিকার ধরেন এই ‘চায়নাম্যান’ বোলার। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে খারি পিয়েরে ও অ্যান্ডারসন ফিলিপের জুটিতে খানিকটা প্রতিরোধ গড়ে অতিথিরা। তারা লাঞ্চ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান ৪৬...