বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আর রশিদ খানের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে ম্যাচে জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করেছে আফগানিস্তান। এই ম্যাচে রশিদ ১৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে দেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন বাংলাদেশের ব্যাটাররা রশিদের বলকে নয়, রশিদকে ভয় করেই বিপর্যয়ে পড়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (১১ অক্টোবর) আবু ধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে আফগানিস্তান। জবাবে বাংলাদেশের ব্যাটাররা মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় । এই ম্যাচে বাংলাদেশের শেষ ৬ উইকেটের ৫ উইকেটই পেয়েছেন রশিদ। মিডল অর্ডারও লোয়ার অর্ডার ধসিয়ে দেন তিনি। বাংলাদেশের ব্যাটাররা তার কাছে উইকেট বিলিয়ে...