২০২১ সালে মাদককাণ্ডে বলি বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সাবেক নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন— ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। পরে মুক্তি পান শাহরুখপুত্র। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেক এ আধিকারিক। সমীর ওয়াংখেড়ের অভিযোগ—সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি। এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবি করেন সমীর ওয়াংখেড়ে।আরও পড়ুনআরও পড়ুন৮ ঘণ্টার শিফট নিয়ে কটাক্ষকারীদের একহাত নিলেন দীপিকা আর এ মানহানির মামলা করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি...