আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির তাজমহল ভ্রমণ বাতিল করা হয়েছে। সূত্রে জানা গেছে, পরিকল্পনা ছিল তিনি তাজমহলে ঘণ্টা দেড় সময় থাকবেন এবং পরে স্থানীয় একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করবেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার এই সফর শেষ মুহূর্তে বাতিল করা হয়। আগ্রা পুলিশের ডেপুটি কমিশনার সোনম কুমার জানিয়েছেন, সফর বাতিলের নির্দেশ দিল্লি থেকে এসেছে। তবে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ভারতের প্রত্নতত্ত্ব সংস্থা (ASI)-এর একজন সিনিয়র সংরক্ষণ সহকারীও জানিয়েছেন, তারা জানেন সফর স্থগিত হয়েছে, কিন্তু কারণ জানানো হয়নি। মুত্তাকির আগের সফর নিয়ে বিতর্কও তোলপাড় সৃষ্টি করেছিল। গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ঘটনার...