চীন আবারও দেখাল প্রযুক্তির নতুন জাদু—এবার তারা আকাশে ড্রোন উড়িয়ে বৃষ্টি নামাচ্ছে যেখানেই চায়! সাম্প্রতিক এক পরীক্ষায় দেশটি এমন হাইটেক ড্রোন ব্যবহার করেছে, যা নির্দিষ্ট এলাকায় কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করতে সক্ষম। এই অভিনব ট্রায়ালে চীন টিবি-এ (TB-A) নামের নজরদারি কাজে ব্যবহৃত ড্রোনগুলোকে রূপান্তর করেছে আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্রে। ড্রোনগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে সিলভার আয়োডাইড রড, যা মেঘে ছড়িয়ে দেওয়া হলে ঘনীভবন ঘটিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে। এই পরীক্ষাটি পরিচালিত হয়েছে চীনের হামী, শিনজিয়াং অঞ্চলের ডংথিয়ান পাহাড় এলাকায়, যা দীর্ঘদিন ধরে খরায় ভুগছে। মোট ৪৫ দিনব্যাপী এই গবেষণায় ড্রোনগুলো আকাশে উড়ে নির্দিষ্ট মেঘে বৃষ্টি ঝরিয়েছে—এটি চীনের আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তিতে এক বিশাল অগ্রগতি বলে মনে করছেন বিজ্ঞানীরা। চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন, এই...