কিন্তু আজ সেই হাসি মিলিয়ে গেছে। মোঃ খোকন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় শুয়ে আছেন, জীবন-মৃত্যুর মাঝামাঝি এক লড়াইয়ে। তার মস্তিষ্কে ধরা পড়েছে ব্রেন টিউমার। ডাক্তাররা বলেছেন, জরুরি অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু, দরিদ্র এই পরিবারের পক্ষে সেই বিপুল খরচ জোগাড় করা অসম্ভব। সরকারি হাসপাতালে থাকা সত্ত্বেও প্রতিটি ধাপে খরচ বেড়েই চলছে। ওষুধ, পরীক্ষা, অপারেশন সবকিছুতেই টাকা দরকার। এদিকে ঘরে দুই ছোট মেয়ে বাবার জন্য কাঁদছে। তারা এখনও বুঝতে পারে না, কেন তাদের বাবা হাসপাতালে নিস্তেজ হয়ে পড়ে আছেন। মা অঝোরে কাঁদছেন। সংসারের একমাত্র ভরসার মানুষটিকে হারানোর ভয় তাকে ভেঙে দিয়েছে। ‘সব ঠিক থাকবে’- এই বিশ্বাস নিয়েই...