ভারতের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পল। মঞ্চ মাতিয়েছেন শাহরুখ, কৃতি শ্যানন, কাজলসহ আরও অনেক তারকা। শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল আয়োজনের ৭০তম আসর। পুরো আসরের সবচেয়ে বড় জয় এসেছে ‘লাপাতা লেডিজ’-এর ঝুলিতে। কিরণ রাও পরিচালিত ছবিটি একাই ১৩টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সংগীত, সেরা অভিনেত্রী (সমালোচক), সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেত্রীসহ আরও অনেক পুরস্কার। অভিনয়ে সেরা অভিনেতার পুরস্কার ভাগাভাগি করেছেন দুই তারকা অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের (‘জিগরা’) হাতে। সেরা অভিনেতা (প্রধান চরিত্রে): অভিষেক বচ্চন (আই ওয়ান্ট...