নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীরা গত সপ্তাহের ধারাবাহিক পতনের পর যে প্রত্যাশার আলো দেখেছিলেন, তা এক ভয়াবহ 'কালো রোববারে' পরিণত হয়েছে। বাজারের সক্রিয় ও শক্তিশালী কারসাজি চক্রের ইস্পাত কঠিন থাবায় ফের বিনিয়োগকারীদের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রক সংস্থা এই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরও তারা আরও বেপরোয়া ও ভয়াবহ হয়ে উঠেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য চক্রটি বিনা কারণে বাজারে ধস নামাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে বিনা যুক্তিতে কিছু কিছু শেয়ারকে তুঙ্গে তুলছে। এই সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে সক্রিয়। তাদের প্রধান কৌশল হলো- কম দামে শেয়ার কেনার জন্য বাজারে নেতিবাচক গুজব ছড়ানো এবং যখন মুনাফার লক্ষ্যমাত্রা পূরণ হয়, তখন কৃত্রিমভাবে উত্থান ঘটিয়ে উচ্চ মূল্যে শেয়ার বিক্রি করে দেওয়া। এই প্রক্রিয়ার কারণে শেয়ারবাজার তার স্বাভাবিক গতিশীলতা ও স্থিতিশীলতা সম্পূর্ণভাবে হারিয়ে...