ঢাকা: শনিবার রাতের সংঘাতে পাকিস্তানের ২৫টি সীমান্তপোস্ট দখল এবং ৫৮ জন সেনা সদস্যকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। এ তথ্য এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন কাবুলে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।তিনি বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত ওই সংঘাতে আফগান সেনারা পাকিস্তানি সেনাদের হটিয়ে দিয়েছে। গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধের ফলে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।জাবিহুল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন, পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে তার চেয়েও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। পাকিস্তান এই হামলার হিসেবে জানায়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাদের আশ্রয় ও সহায়তার অভিযোগ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে।এই হামলায় টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন...