বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা ফারুক আহমেদ তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার কৌতুক অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। কিন্তু তার জীবনও কষ্ট রয়েছে। সেই কষ্টের আড়ালে তিনি দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। সম্প্রতি তার জীবনের শোকাবহ দিনের স্মৃতিচারণা করেছেন এ অভিনেতা। যেদিন মাকে হারিয়েছিলেন, সেদিন তিনি রেলওয়ে হাসপাতালে এক বিশাল আয়োজনের শুটিংয়ে ছিলেন। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে ফারুক আহমেদ বলেন, মা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এবং শুটিংয়ের দিন তিনি ছিলেন আরও বেশি অসুস্থ। মা তখন ছিলেন বোনের বাসায়।আরও পড়ুনআরও পড়ুনজনপ্রিয় ৫ অভিনেত্রীর জন্মদিন আজ অভিনেতা বলেন, মা যেদিন চলে গেলেন, সেদিন ছিল আমার শুটিং। শুটিং করতেই হবে। রেলওয়ে হাসপাতালে এক বিশাল আয়োজনে শুটিং করছিলেন তিনি। শুটিং শেষ করেই সরাসরি...