গাজায় যুদ্ধবিরতির পরবর্তী সময়ে প্রশাসনিক কাঠামো নিয়ে যখন আন্তর্জাতিক মহল প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হামাসের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যুদ্ধশেষে গাজা শাসনে কোনোভাবেই অংশ নেবে না এই সংগঠন। রোববার (১২ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনাকারী কমিটির ঘনিষ্ঠ ওই সূত্র বলেন, “গাজা উপত্যকার প্রশাসন আমাদের জন্য এখন বন্ধ অধ্যায়। হামাস যুদ্ধোত্তর অন্তর্বর্তী সরকারে অংশ নেবে না। এর অর্থ, আমরা উপত্যকার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়িয়েছি, তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকব।” সংবেদনশীল বিষয় হওয়ায় তিনি নাম প্রকাশে অনিচ্ছা জানান। এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চালাচ্ছে। ওই পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধোত্তর গাজা...