ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল শনিবার (১১ অক্টোবর)। অভিনেত্রী ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা দিলেন। ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা এ তারকা জন্মদিনের শুরুটা করেছেন সবচেয়ে প্রিয়জন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন তিনি এবং তার ছেলে আব্রাম খান জয়। ছোট্ট জয় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে— 'মম, হ্যাপি বার্থডে'! এরপর মা-ছেলে মিলে কেক কাটেন। ভিডিওতে আরও দেখা যায়, মা-ছেলের সুন্দর মুহূর্তও। কেকের ওপর থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে গিয়ে বারবার চেষ্টা করে জয়, কিন্তু পারে না। শেষে অপু নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন। হেসে বলেন, 'চলো, এবার কেক কাটি।' এরপর দুজন একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন...