মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছে চীন। দেশটি বলেছে, তারা শুল্কযুদ্ধ চায় না, তবে প্রয়োজনে এর মোকাবিলা করতে প্রস্তুত। রোববার এক অনলাইন বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, “চীনের অবস্থান স্পষ্ট ও স্থিতিশীল। আমরা শুল্কযুদ্ধ চাই না, কিন্তু ভয়ও পাই না।” এই প্রতিক্রিয়া আসে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর, যেখানে তিনি ১ নভেম্বর থেকে চীনা পণ্যে শুল্ক ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন বিধিনিষেধ, যা ভোক্তা পণ্য থেকে শুরু করে সামরিক সরঞ্জাম উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “বারবার উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে সম্পর্ক পরিচালনার সঠিক উপায় নয়। যদি যুক্তরাষ্ট্র একগুঁয়েভাবে নিজের অবস্থানে অটল থাকে, তবে...