ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত। গেল সেপ্টেম্বর মাসের শেষ দিকে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতার ছেলে মিরাজ মইন জয়।এরপর থেকে এই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে শুরু করে ভক্তরা। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়িকা রোজিনা। এবার ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। রোববার (১২ অক্টোবর) ফেসবুকে এই নায়ক লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই- যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। ’ শাকিব খান আরও লেখেন, ‘দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে,...