হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রেম করছেন, এটা ওপেন সিক্রেট। গত কয়েক মাসে তাঁদের নানা সময়ে পাওয়া গেছে রোমান্টিক মুহূর্তে। এবার তাঁদের পাওয়া গেল এক ইয়টে সময় কাটাতে। ইয়টে রোমান্টিক মুহূর্তব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিগুলোয় দেখা যায়, ৪০ বছর বয়সী পেরি নিজের বিলাসবহুল ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে আছেন। পাশে ৫৩ বছর বয়সী ট্রুডো—শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে মগ্ন দেখা গেছে। আরও কিছু ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো নাকি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীর বর্ণনাএক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে বলেন, ‘তাঁরা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন।...