দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গুম এবং খুনের সাথে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান।’ রোববার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্যবৃন্দ দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন।’ জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় তাদের প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল। যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু সুনির্দিষ্ট কিছু ব্যক্তির অপরাধের কারণে একটি প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে...