২০২৫ সালের সামরিক শক্তি সূচকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা গেছে। বিশ্ব সামরিক সক্ষমতা পর্যবেক্ষক সংস্থাগ্লোবাল ফায়ারপাওয়ারএর সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সামরিক সক্ষমতা, জনশক্তি, প্রতিরক্ষা বাজেট ও বিমান শক্তি—সব ক্ষেত্রেই পাকিস্তান আফগানিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের সূচকে পাকিস্তানের শক্তি সূচক দাঁড়িয়েছে১০.২৫, যা বিশ্বে১২তম স্থান। অন্যদিকে আফগানিস্তানের সূচক২.৬৪, যা তুলনামূলকভাবে অনেক কম এবং সামরিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। এই র্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান১১৮তম। পাকিস্তানের সক্রিয় ও আধাসামরিক বাহিনীর সংখ্যা প্রায়৫ লাখ, যা আঞ্চলিকভাবে শক্তিশালী হিসেবে বিবেচিত। আফগানিস্তানের তুলনায় নিয়মিত সেনাবাহিনী নেই, তাদের সক্রিয় বা রিজার্ভ বাহিনীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র ব্যবহারে পাকিস্তান আন্তর্জাতিক সহযোগিতা ও ন্যাটো-সমর্থিত প্রশিক্ষণ পেয়েছে, যা আফগান বাহিনীর ক্ষেত্রে নেই। প্রতিরক্ষা বাজেটেও দুই দেশের ব্যবধান বিশাল। পাকিস্তানের বাজেট প্রায়৭.৬৪ বিলিয়ন মার্কিন ডলার,...