ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দেয়াল ঘেঁষে পড়ে থাকা অজ্ঞাত এক পুরুষের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢামেকের ওয়ার্ড মাস্টার আইয়ুব ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সকাল ১১টা ৫০ মিনিটেতাকে মৃত ঘোষণা করেন। ওয়ার্ড মাস্টার আইয়ুব বলেন, দুপুরে হঠাৎ দেখি, দেয়াল ঘেঁষে এই লোকটি পড়ে আছে। পরে তাকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক...