অধারাবাহিক ও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরোনো রোগ। সেই রোগ সারানোর লক্ষ্যে বড় প্রত্যাশা নিয়ে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের কোচ করা হয়েছিল গত বছর। কিন্তু ফিল সিমন্স-মোহাম্মদ সালাউদ্দিন জুটি এখন পর্যন্ত ওয়ানডেতে ব্যর্থ। তাদের অধীনে নিজেদের প্রিয় ফরম্যাটের মেরিটই যেন বুঝতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। ক্রিকেটারদের বেসিক আর কমনসেন্স নিয়ে নাকি কাজ করছেন সালাউদ্দিন। সেই কমন সেন্সেরই যেন বড্ড অভাব! গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর নতুন করে সালাউদ্দিনকে ব্যাটিং কোচ করা হয়। বছরের শেষ নাগাদ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হয় সালাউদ্দিনের দায়িত্বভার। পরবর্তীতে তার আমলে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে তারা ৯টিতেই হেরেছে। পুরো সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ব্যাটারদের ব্যর্থতা। ১০ ইনিংসের মধ্যে ৬ ম্যাচেই ২৫০ রান...