বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে কতটা সচেতন আপনি? আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কারও সঙ্গে লিংক করা হয়েছে কিনা অথবা অন্য কেউ এটি ব্যবহার করছে কিনা, জানেন? চাইলে নিজেই জানতে পারেন সেসব— অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপে যান। এরপর সেটিংসে ক্লিক করুন। এবার লিংকড ডিভাইস অপশনে যান। সেখানে দেখুন, কোনো অজানা ডিভাইস কিংবা ব্রাউজার (ক্রোম, এডজ, ইউন্ডোজ) লগ ইন করা আছে কিনা। যদি তা-ই হয়, তাহলে লগ আউট করতে বা সব ডিভাইস থেকে লগ আউট করতে এটিতে ক্লিক করুন। যদি কেউ হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে লগ ইন করে থাকেন, তাহলে নিজেদের ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে। ইউজারদের কাছে পাঠানো অজানা বার্তা, নতুন বা দুর্ঘটনাক্রমে তৈরি...