জনপ্রিয় পাঁচ অভিনেত্রীর আজ জন্মদিন। আজকের এই দিনে (১২ অক্টোবর) জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, কেয়া এবং দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। এই জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পাঁচ তারকার জন্মদিনে ভক্ত-অনুরাগী ছাড়াও কাছের মানুষের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হন তারা। সবাই সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। জানা গেছে, তাদের জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজন নেই। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি বলে জানিয়েছেন তারা। চলুন জেনে নেওয়া যাক, আরও একবার পরিচিত হই—আরও পড়ুনআরও পড়ুন‘এটাই শবনম ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে’ একজন অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি । তিনি ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী জনপ্রিয়...