২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজক দেশ ছাড়া সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও উন্নতি করতে হবে।২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। চলমান সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর মেহেদি হাসান মিরাজের দলের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে ৮১ রানের ব্যবধানে।আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের ফলে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা আরও কঠিন হলো টাইগারদের জন্য। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক দেশ ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি ৬টি দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের...