জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজন করতে একটি অধ্যাদেশ জারির ‘মতামত’ পাওয়ার মধ্য দিয়ে গত ৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়। রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদে আগামী ১৭ অক্টোবর স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের মতো একটি বড় ডকুমেন্ট বা রাজনৈতিক দলিল—যার সবগুলো ধারা ও অঙ্গীকারে রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি; যে সনদের অনেক বিষয় সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন; যে সনদ মূলত একটি একাডেমিক পেপার—তার ওপর সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজন আদৌ কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত, সেই প্রশ্নের সুরাহা করা জরুরি। এরই সঙ্গে জানা জরুরি, এই ভোট কোন পদ্ধতিতে হবে, অর্থাৎ অতীতের তিনটি গণভোটের মতো ব্যালট পেপারে ‘হ্যাঁ’ ‘না’ লিখে সাদা ও কালো বাক্সের ভেতরে ওই ব্যালট পেপার ভরে দেওয়ার...