নিকি নিকোলের সঙ্গে জমজমাট প্রেম চলছে বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। বাইরে এ নিয়ে নানা সমালোচনা থাকলেও তরুণ এই সেনসেশন পাত্তাই দিচ্ছেন না। তারা আছেন নিজেদের মতোই। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে ঘনিষ্ট ছবিও পোস্ট করেছেন ইয়ামাল। তারকাদের সাথে ভক্তদের সংযোগের জন্য সোশ্যাল মিডিয়াই এখন প্রধান মাধ্যম। বার্সা তারকার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, সেগুলোর মাঝে আছে নিকি নিকোলের সঙ্গে ছবিও। দুটি ছবি কোলাজ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে নিকোলকে চুমু খাচ্ছেন ইয়ামাল। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিদুটি। গত ১১ সেপ্টেম্বর দুজনের প্রেমের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে নিকি নিকোল ও লামিন ইয়ামাল বিনোদন ও ক্রীড়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ল্যাটিন আরবান মিউজিকের শিল্পী নিকোল সম্প্রতি তিনি নিজের শহর রোসারিওতে...