আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত ও ৩০ জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি ২৫টি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে। আজ রোববার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ। তালেবান সরকারের মুখপাত্র বলেন, ‘আফগান বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্ত চৌকি দখল করেছে। এতে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।’ কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘এ অভিযানে ২০ জনের বেশি তালেবান যোদ্ধাও হতাহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ দখল করেছে।’ এর আগে আফগান কর্তৃপক্ষ অভিযোগ তোলে, রাজধানী কাবুল ও দেশের পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তান এ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান অতীতেও আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। সশস্ত্র গোষ্ঠীর...